রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১১:০২

আল্লাহকে সন্তুষ্ট করতে কাশ্মীরিদের পাশে রয়েছি: ইমরান খান

আল্লাহকে সন্তুষ্ট করতে কাশ্মীরিদের পাশে রয়েছি: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে, নি'র্যাতিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানোকে জিহাদ আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বের কেউ পাশে থাকুক বা না থাকুক আমরা কাশ্মীরিদের পাশে থাকব।

গতকাল ২৮ সেপ্টেম্বর রবিবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এ কথা বলেন তিনি। খবরঃ দ্য ডন ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর। এদিকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির মন্ত্রী পরিষদের সদস্য ও তেহরিকে ইনসাফের নেতারা ইমরান খানকে স্বাগত জানান। বিমানবন্দরের বাইরেও হাজার হাজার মানুষ স্বাগত জানাতে আসেন তাকে।

এ সময় বিমানবন্দরে আগত নেতাকর্মীদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘কাশ্মীরিদের ওপর জুলুম চলছে। এই মুহূর্তে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোটা জিহাদ। আমরা কাশ্মীরিদের পাশে রয়েছি, কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকবেন, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’

এ সময় ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘লড়াই চলাকালীন বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমাদের হতাশ হলে চলবে না। কাশ্মীরের মাজলুম জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে, এ অবস্থায় তাদের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে