রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৭:৫১

জাতিসংঘে ইমরান খানের বক্তব্যকে সমর্থন জানালো মালয়েশিয়া-চীন

জাতিসংঘে ইমরান খানের বক্তব্যকে সমর্থন জানালো মালয়েশিয়া-চীন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে বিশ্ব জলবায়ু, বিশ্ব ব্যাপী ইসলামফোবিয়া এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের অবস্থা তুলে ধরেছেন। এবং তিনি কাশ্মীর ইস্যুকে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন বিশ্ব দরবারে।

জাতিসংঘে দেয়া প্রথম ভাষণে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান গত শুক্রবার কাশ্মীর ইস্যু তুলে বলেন, বিশ্বকে সিদ্ধান্ত নিতে হবে ১২০ কোটি মানুষের বাজারকে তারা প্রাধান্য দেবে, নাকি ন্যায় বিচার ও মানবতাকে প্রাধান্য দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতি সমর্থন জানালো মালয়েশিয়া ও চীন।

মাহাথির মোহাম্মদ দুঃখ প্রকাশ করে বলেন, কাশ্মীরে আগ্রাসন চালানো হয়েছে এবং দখল করে নেয়া হয়েছে। এর পেছনে যতই কারণ দেখানো হোক না কেন এটি ভুল সিদ্ধান্ত। মাহাথির মোহাম্মাদ সতর্ক করে বলেন, জাতিসংঘকে উপেক্ষা করার অর্থ হবে জাতিসংঘ ও আইনের শাসনকে অসম্মান করা।

এদিকে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনে দেয়া ভাষণে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে চীন যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে কারণ এতে পরিস্থিতি আরও বেশি জটিল হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে