সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৯:১০

ইসরাইলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত: ইরান

ইসরাইলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক রেভোলুশন গার্ডসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি জানিয়েছেন, আমরা ইসরাইলে ভুয়া ইহুদিদের শাসন ব্যবস্থা ধ্বংস করার সক্ষমতা তৈরি করেছি এবং তাদের বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত। এটি এখন আদর্শ বা স্বপ্ন নয় বরং একটি অর্জনযোগ্য লক্ষ্য।

আজ ৩০ সেপ্টেম্বর সোমবার তেহরানে আইআরজিসির ২৩তম কমান্ডার সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ‘আজ আমরা যে কোনো মাত্রায়, নির্ভুলভাবে, যেকোনো অঞ্চল দিয়ে শত্রুকে আক্রমণ করতে সক্ষম। আমাদের শক্তি বিশ্বাসযোগ্য। আমাদের শত্রুরা আগের চেয়ে বেশি বিভ্রান্ত। আমরা উদ্বিগ্ন নয়।’

ইরানের প্রতি মার্কিন নীতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘শুত্রুরা একটি অপরিবর্তনীয় পতনের দিকে এগোচ্ছে। তাদের কৌশলগত সম্পদ শেষ হয়ে যচ্ছে। তারা রাজনৈতিক বিকারগ্রস্থতায় ভুগছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে