বুধবার, ০২ অক্টোবর, ২০১৯, ০৬:৫৯:৩৬

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো চীনের ঝেচিয়াং প্রদেশ, নিহ'ত ১৯

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো চীনের ঝেচিয়াং প্রদেশ, নিহ'ত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বি'স্ফো'রণে বি'ধ্বং'সী আ'গু'ন চীনের একটি কারখানায়। বেজিংয়ের ঝেচিয়াং প্রদেশে একটি কারখানায় বি'ধ্বং'সী আ'গু'ন লেগে যায়। ভ'য়াব'হ অ'গ্নিকা'ন্ডে অন্তত ১৯জনের এখনও মৃ'ত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহ'ত শতাধিক। 

যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আ'শ'ঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃ'তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গভীর রাতে ভ'য়াব'হ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিত্যপ্রয়োজনীয় পণ্য উত্‍পাদনকারী ওই কারখানায় কিভাবে আ'গু'ন লেগেছে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, কারখানা থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে তিনজনকে মা'রা'ত্মক আহ'ত অবস্থায় চিকিত্‍সার জন্য হাসপাতালে পাঠানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

লাল চীনের ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি যখন ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে তখন এই ভ'য়াব'হ দু'র্ঘ'ট'না ঘটে। যদিও চীনের কারখানায় এই ধরনের বি'স্ফো'রণ এবং অ'গ্নিকা'ণ্ডের ঘটনা অনেকটা সাধারণ বিষয়। তবে এই বি'স্ফো'র'ণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর থেকে এর শব্দ শোনা যায়।

উল্লেখ্য, গত মার্চ মাসে জিয়াংসু প্রদেশের এক রাসায়নিক কারখানায় ভ'য়াব'হ বি'স্ফো'র'ণের ঘটনা ঘটে। সেই ঘটনায় অন্তত ৭৮ জন নি'হ'ত এবং কয়েকশ মানুষ আ'হ'ত হয়েছিলেন। অন্যদিকে, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে গত শনিবার এক বাস দু'র্ঘ'ট'নায় অন্তত ৩০ জন নি'হ'ত হয়েছেন বলে জানা গিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে