মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৮:২২:১৫

খৃস্টান সহযাত্রীদের বাঁচালো মুসলিম যাত্রীরা

খৃস্টান সহযাত্রীদের বাঁচালো মুসলিম যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় একটি বাসের ওপর ইসলামপন্থী বন্দুকধারীরা চোরাগোপ্তা হামলা চালালে বাসের খৃস্টান যাত্রীদের রক্ষা করেছে মুসলিম যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুসলিম যাত্রীরা একতাবদ্ধ হয়ে তাদের প্রাণ বাঁচায়। তারা তখন জঙ্গিদের উদ্দেশ্যে বলে, যাত্রীদের কাউকে যদি হত্যা করতে হয় তাহলে যেনো সবাইকে মেরে ফেলা হয়। অথবা তারা যাতে সেখান থেকে চলে যায়। যাত্রীদের এই আচরণ দেখে হামলাকারীরা তখন সেখান থেকে চলে যায়। এই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে। সোমালি সীমান্তের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় এল ওয়াক গ্রামে এই হামলা চালানো হয়েছে। হামলার জন্যে আল শাবাব গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। এই গ্রুপটি এখনও এই হামলার কথা বলেনি, তবে ওই অঞ্চলে সাধারণত আল শাবাবই এই ধরনের হামলা করে আসছে। বাসটি নাইরোবি থেকে মান্ডেরা শহরে যাচ্ছিলো। এই গ্রুপটি যখন গত এপ্রিল মাসে গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছিলো তারা তখন বহু মুসলিমকে ছেড়ে দিয়ে শুধু খৃস্টানদের আলাদা করে হত্যা করেছিলো। মান্ডেরার গভর্নর বলেছেন, খৃস্টানদের জীবন রক্ষা করে মুসলিমরা দেশপ্রেমের পরিচয় দিয়েছে। যে বাসটিতে হামলা হয়েছে তার চালক নিশ্চিত করেছেন যে মুসলিম যাত্রীরা বাস থেকে খৃস্টানদের আলাদা করতে দেয়নি। সূত্র: বিবিসি ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে