বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০১৯, ০৩:৪১:২৯

ইসলামকে 'ক্যান্সার' হিসেবে আখ্যায়িত করায় পদত্যাগে বাধ্য হলেন যুক্তরাষ্ট্রের ডেপুটি মেয়র

 ইসলামকে 'ক্যান্সার' হিসেবে আখ্যায়িত করায় পদত্যাগে বাধ্য হলেন যুক্তরাষ্ট্রের ডেপুটি মেয়র

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হান্টারডন কাউন্টির রারিটান শহরের ডেপুটি মেয়র ল্যুই রেইনার তার ফেসবুক পেইজে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননামূলক মন্তব্য করেন। তিনি সেখানে ইসলামকে 'ক্যান্সার' হিসেবে আখ্যায়িত করেছেন। চলতি সপ্তাহে টাউনশিপ কমিটি তার ওই পোষ্টের নিন্দা জানিয়েছে। এক পর্যায়ে ওই ডেপুটি মেয়র পদত্যাগ করতে বাধ্য হন। 

জানা গেছে, রেইনার তার ফেসবুক পেইজে একটি পোষ্টে ইসলামকে 'ক্যান্সার' হিসেবে আখ্যায়িত করে বলেছেন, 'অবশ্যই এর (ইসলামের) রেডিয়েশনের মাধ্যমে চিকিতসা করা দরকার'। 

জানা গেছে, ফেলো কমিটি মেম্বার মাইক ম্যংগিন ডেপুটি মেয়র হিসেবে ল্যুই রেইনারের স্থলাভিষিক্ত হবেন।  নির্বাচিত কমিটি মঙ্গলবার এ সংক্রান্ত একটি রেস্যুলেশন পাশ করেছে। তবে এই কমিটির সদস্য হিসেবে বহাল থাকবেন ল্যুই রেইনার। ২০২০ সালের শেষ নাগাদ  মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি কমিটির সদস্য হিসেবে নিয়োজিত থাকবেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে