বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০১৯, ০৩:৫২:৩৭

জলমগ্ন রাস্তায় রিকশাওয়ালার অসহায় হাউ মাউ কান্না, অনেকের চোখেও পানি এসে গেছে

জলমগ্ন রাস্তায় রিকশাওয়ালার অসহায় হাউ মাউ কান্না, অনেকের চোখেও পানি এসে গেছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে উৎসবের মওসুম শুরু হয়ে গেছে। দুর্গা পুজা ঘিরে যখন আনন্দ ও আলোর শেষ নেই, তখন ভারতেরই কোনও কোনও অংশ প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত। বিহারের পাটনা এবং উত্তর প্রদেশ রাজ্যের অবস্থা খুব খারাপ। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সম্প্রতি জলমগ্ন পাটনার রাস্তায় বুক সমান পানিতে দাঁড়ানো এক রিকশাচালকের ভি'ডিও ভা'ইরা'ল হয়েছে। ভি'ডিওটি দেখে নেটিজেনদের অনেকের চোখেও পানি এসে গেছে। 

ভি'ডিওটিতে দেখা যাচ্ছে, রিকশা নিয়ে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন এক রিকশাচালক। অনেকে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। 
রাস্তার আশপাশেরই কোনও বাড়ির জানলা বা ব্যালকনি থেকে ভি'ডিওটি তোলা হয়েছে। যিনি রেকর্ড করেছেন, তিনি বলছেন রিকশাটিকে তাঁর বাড়ির সামনে রাখার কথা। কিন্তু উপার্জনের একমাত্র সম্বল ওই রিকশাকে কিছুতেই হাতছাড়া করতে রাজি নন চালক। তিনি অসহায় হয়ে হাউ মাউ করে কাঁদছেন।

তবে পাটনা শহরের ঠিক কোনখানে ওই রিক্সাওয়ালা জলে আটকে ছিলেন, তা জানা যায়নি। ভি'ডিও-তে দেখা গেছে, রিকশাটির বেশিরভাগ অংশ পানির নীচে। এমন অবস্থায় রিকশাচালক কী করবেন ভেবে পাচ্ছেন না। কোথায় যাবেন, কী ভাবে রিকশাটি বাঁচাবেন, তাই ভেবে কাঁদছেন তিনি। তার পরে ফের জল ঠেলতে ঠেলতে রিকশা নিয়ে চলে গেলেন চালক। এই অবস্থায় তোলা ভি'ডিওটিই ভা'ইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

এদিকে, ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে ফোনে কথা বলে বন্যা পরিস্থিতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়োজনে সবরকম কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে