বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০১৯, ০৭:০৩:১৮

দুই মাস বন্ধ থাকার পর খুলে দিল জম্মু-কাশ্মীরে সব স্কুল

দুই মাস বন্ধ থাকার পর খুলে দিল জম্মু-কাশ্মীরে সব স্কুল

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরে প্রায় দুই মাস পর খুলেছে সব স্কুল। ওই অঞ্চলের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর থেকে এত দিন বন্ধ ছিল সেখানকার স্কুলগুলো।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মু ও কাশ্মীর প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার থেকে সব স্কুল খুললেও ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কম। প্রত্যেক স্কুলেই হাতেগোনা শিক্ষার্থী দেখা গিয়েছে।

গত মাসেও একবার উপত্যকার স্কুল খোলার চেষ্টা করেছিল প্রশাসন। তবে তা সফল হয়নি। শিক্ষকেরা স্কুলে গেলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল হাতে গোনা। বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে কাশ্মীরিরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না, এমন ভাষ্যও পাওয়া যায়।

এদিকে স্কুল বন্ধ থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসের জন্য কোনো টিউশন ফি ও বাস ফি ছাত্রছাত্রীদের থেকে নেওয়া যাবে না এমন নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ৯ অক্টোবর থেকে খুলে যাবে কাশ্মীরের সব কলেজও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে