বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০১৯, ০৭:২৬:০৮

‘ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হলে মৃত্যু হবে সাড়ে ১২ কোটি মানুষের’

‘ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হলে মৃত্যু হবে সাড়ে ১২ কোটি মানুষের’

আন্তর্জাতিক ডেস্ক : এই মুহূর্তে ভারত-পাকিস্তান যু'দ্ধ হলে তা রুপ নেবে পরমাণু যু'দ্ধে। এতে করে দু দেশের ১২.৫ কোটি মানুষের মৃ'ত্যু হতে পারে। শুধু তাই নয়, আসবে 'পরমাণু শীত' যা বিশ্ব জলবায়ুকে আমূল বদলে দেবে। একটি গবেষণায় এমনই দাবি করা হল।

আমেরিকার রুটগার্স বিশ্ববিদ্যালয়-নিউ বার্নসউইকের সহ-লেখক অ্যালান রোবক বলেছেন, 'যেখানে বো'মা টার্গেট করা হবে শুধু সেই জায়গাই নয়, এ ধরনের যু'দ্ধে ভ'য় রয়েছে গোটা বিশ্বের।' 

সায়ান্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য। যেখানে ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যু'দ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে।

গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে, কাশ্মীর নিয়ে যু'দ্ধের প্রস্তুতি নিয়ে চলেছে দুই প্রতিবেশী দেশ। মিলিতভাবে তারা ২০২৫ সালের মধ্যে ৪০০ থেকে ৫০০টি পরমাণু অস্ত্র তৈরি মজুত করে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরমাণু যু'দ্ধ হলে আন্তর্জাতিক ক্ষেত্রের জমির উপর সবুজায়ন ১৫ থেকে ৩০ শতাংশ কমে যাবে এবং সমুদ্রের উত্‍‌পাদনও ৫ থেকে ১৫ শতাংশ কমে যাবে বলে আ'শ'ঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। সমস্ত প্রভাব কাটিয়ে উঠতে ১০ বছর সময় লেগে যাবে বলে মত তাদের। 

রোবকের কথায়, '৯টি দেশের পরমাণু অ'স্ত্র রয়েছে। তবে ভারত ও পাকিস্তান খুব দ্রুত তাদের পরমাণু অ'স্ত্রস'ম্ভা'র বাড়াচ্ছে।'

সম্প্রতি যে ভাবে দুই দেশের মধ্যে উত্তেজনার পা'র'দ চড়ছে, এই পরিস্থিতিতে পরমাণু যু'দ্ধের তাত্‍‌পর্য বোঝাটা খুবই জরুরি বলে জানিয়েছেন গবেষকরা। তাদের দাবি, পরমাণু যু'দ্ধ হলে সরাসরি ১২.৫ কোটি মানুষের মৃ'ত্যু হবে। এ ছাড়াও বিশ্বজুড়ে অ'না'হা'রে মৃ'ত্যু হবে বহু মানুষের। সূত্র : ইন্ডিয়াটাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে