বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০১৯, ০৯:০৪:৫৭

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দফতরে হা'মলায় নিহ'ত ৪

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দফতরে হা'মলায় নিহ'ত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদরদফতরে ছু'রি নিয়ে পুলিশ কর্মকর্তাদের ওপর হা'মলা চালিয়েছে এক ব্যক্তি। এতে চারজন নিহ'ত হয়েছেন। পরে পুলিশের গু'লিতে হা'ম'লাকারীও নি'হ'ত হন।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নি'হ'তদের মধ্যে একজন পুলিশ কর্মকতা। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে প্যারিসের কেন্দ্রস্থলে নতর-দাম ক্যাথেড্রালের কাছে এ ঘটনা ঘটে। 

তবে এ হা'ম'লার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। পুলিশ ইউনিয়নের সেক্রেটারি বলেছেন, হা'ম'লায় চারজন নি'হ'ত হয়েছেন। নি'হ'তদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা বলে তিনি নিশ্চিত করেছেন।

ফ্রান্সের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, নি'হ'তদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
এ ঘটনায় পুলিশ সদরদফতর পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এ্যামান্যুয়েল ম্যাক্রোন। এ সময় ম্যাক্রনের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী অ্যাডুয়ার্ড ফিলিপ, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্তানার এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে