অবশেষে মুক্তি পেলেন সেই ইসরা
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের স্বৈরতান্ত্রিক সরকার অবশেষে স্বাস্থ্যজনিত কারণে ইসরা আল-তাউইল নামের সেই নারী কর্মীকে মুক্তি দিয়েছে। গত জুন মাস থেকে ইসরাকে মুসলিম সন্ত্রাসবাদী সংস্থার সাথে জড়িত থাকাসহ কয়েকটি মিথ্যা অভিযোগ এনে ২৩ বছর বয়সী এই নারী কর্মীকে গ্রেফতার করা হয়।
এদিকে, ইসরার বোন সংবাদ সংস্থা আনাডলুকে বলেন, তারা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছেন।
ইসরা আল-তাউইল মানবাধিকার কর্মী ছাড়াও একজন অপেশাদার ফটোগ্রাফার। ১৮ দিন আগে কাইরোর কোয়ানাতার কারাগারে তার হদিশ পাওয়া যায়। তাকে জুন মাসে জোরপুর্বক গ্রেফতার করা হয়েছিল। সূত্র: মিডিল ইস্ট মনিটর
২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/সৈকত/এমএস
�