বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০১৯, ০৯:২৭:৫৮

জম্মুর পর এবার কাশ্মীরের নেতাদের মুক্তি

জম্মুর পর এবার কাশ্মীরের নেতাদের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : জম্মুর পর এবার কাশ্মীরের গৃহব'ন্দি ও আ'ট'ক নেতাদেরও মুক্তি দেওয়া হবে। রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা ফারুক খান এ খবর জানিয়েছেন। তবে এক সঙ্গে নয়, ধাপে ধাপে এই নেতাদের মুক্তি দেওয়া হবে। 

ফলে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিরা এ বার মুক্তি পাচ্ছেন। সূত্রের খবর, আগামী ২৪ অক্টোবর উপত্যকায় ব্লক স্তরের নির্বাচনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই জম্মু এবং কাশ্মীরের প্রায় ৪০০ নেতা-নেত্রীকে আ'ট'ক বা গৃহবন্দি করে রাখা হয়েছিল। তার মধ্যে অন্যতম দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে আ'ট'ক করা হয়েছিল। আর এক সাবেক মুখ্যমন্ত্রী তথা সাংসদ ৮৩ বছর বয়সি ফারুক আবদুল্লাকেও গৃহব'ন্দি করে রাখা হয়েছিল। 

এর পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দল-সংগঠনের নেতা-নেত্রীদের হয় গৃহব'ন্দি, নয়তো আ'ট'ক করে রাখা হয়েছিল। তবে বুধবারই জম্মুর নেতা-নেত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। এবার কাশ্মীরের পালা। বৃহস্পতিবার ফারুক খান জানিয়েছেন, ‘প্রত্যেকের কার্যক্রম আলাদা আলাদা করে পর্যালোচনা করে ধাপে ধাপে কাশ্মীরের নেতা-নেত্রীদের মুক্তি দেওয়া হবে।’ সূত্র : এবিপি  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে