শুক্রবার, ০৪ অক্টোবর, ২০১৯, ১২:১২:০৫

বন্যাদুর্গতদের পাশে না দাঁড়িয়ে ছবি তোলতে গিয়ে নৌকা উল্টে হাবুডুবু খেলেন এমপি

বন্যাদুর্গতদের পাশে না দাঁড়িয়ে ছবি তোলতে গিয়ে নৌকা উল্টে হাবুডুবু খেলেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বিহার রাজ্যে। প্রদেশের একাধিক জেলা পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি ও বন্যায় এই রাজ্যে প্রাণহা'নির সংখ্যা ৩০ ছাড়িয়েছে।

বন্যায় রাজ্যের মানুষের দুর্ভোগ দেখতে গিয়ে বিহারের বিজেপি দলীয় এক সংসদ সদস্য যা করলেন, তাতে রীতিমতো হাসির রোল পড়েছে। বুধবার বন্যা পরিস্থিতি দেখতে নিজের লোকসভা কেন্দ্র পাটলিপুত্রে যান বিজেপি সাংসদ রামকৃপাল যাদব। সেখানে বন্যাদুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন তিনি।

বিজেপি দলীয় এই সাংসদ একটি উদ্ধারকারী নৌকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছবি তুলতে গিয়েছিলেন, ঠিক সেইসময়ে টাল সামলাতে না পেরে উল্টে যায় নৌকাটি। ফলে নেতাকর্মীদের-সহ পানিতে পড়ে যান এই সাংসদ। পরে ধ'রাধ'রি করে তোলা হয় রামকৃপাল যাদবকে।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশটির একটি দৈনিক আজকাল বলছে, বিজেপি নেতা মন্ত্রীরা এমন কাণ্ড অনেকবারই করেছেন। দুই মাস আগে প্রবল বন্যার কবলে পড়েছিল মহারাষ্ট্র। রাজ্যের একটি গ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে বিজেপির এক বিধায়ক সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে