শুক্রবার, ০৪ অক্টোবর, ২০১৯, ০৪:৪০:১৯

ভুল করে নিজেদের হেলিকপ্টারই ভূপাতিত করল ভারত, নিহ'ত ৬

ভুল করে নিজেদের হেলিকপ্টারই ভূপাতিত করল ভারত, নিহ'ত ৬

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে আকাশযু'দ্ধের সময় নিজেদের একটি হেলিকপ্টার গু'লি করে ভূপাতিত করার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় বাহিনী।

এসময় হেলিকপ্টারের ছয় আরোহী নি'হ'ত হয়েছেন বলেও দেশটি জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানিয়েছে।

শুক্রবার দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার ভাদুরিয়া বলেন, একটি বিচারিক তদন্ত শেষ হয়েছে। এটা আমাদের ভুল ছিল যে নিজেদের ক্ষে'প'ণা'স্ত্রের আ'ঘা'তেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছিল। ভবিষ্যতে এমন কোনো ভুল হবে না বলে নিশ্চিত করছি।

গত ফেব্রুয়ারিতে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে একখন্ড আকাশযু'দ্ধে জড়িয়ে ছিল ভারত। গত কয়েক বছরের প্রথমবারের মতো পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এটা ছিল কোনো বড় ল'ড়া'ই।

এর একদিন আগে পাকিস্তানের বালাকোট শহরের বাইরে জইশ-ই-মোহাম্মদের একটি স'ন্ত্রা'সী ক্যাম্পে বো'মা হা'ম'লা চালায় ভারতীয় বিমান। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পাক মদতপুষ্ট এক আ'ত্মঘা'তী জ'ঙ্গির বোমা হা'ম'লায় ৪০ ভারতীয় সেনা নি'হ'ত হন।

তবে ভারতীয় সামরিক বাহিনী তখন বিমান বি'ধ্ব'স্ত হওয়ার কারণ জানায়নি। যদিও গণমাধ্যমের খবরে সেটিকে নিজেদের বিমানে ভারতীয় ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা বলে প্রতিবেদন প্রকাশ করেছিল।

ভারত ইতিমধ্যে দাবি করেছে, তারা পাকিস্তানের একটি এফ-১৬ বিমান গু'লি করে ভূপাতিত করেছে। শুক্রবারও ভাদুরিয়াও একই দাবি করেছেন। -এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে