শুক্রবার, ০৪ অক্টোবর, ২০১৯, ০৬:৪৬:৩৪

ইমরান খানের বক্তব্য আবর্জনা, অত্যন্ত বাজে : সৌরভ গাঙ্গুলী

ইমরান খানের বক্তব্য আবর্জনা, অত্যন্ত বাজে : সৌরভ গাঙ্গুলী

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরিদের বিশেষ অধিকারের আইন ৩৭০ ধারা তুলে দেয় ভারত সরকার। এরপর সেখানে রীতিমত যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। আর এ নিয়েই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তার বক্তব্য নিয়ে পুরো ভারত জুড়ে চলছে সমালোচনা। এর আগে ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ ওই বক্তব্যের ভিডিও টুইটারে শেয়ার করে ইমরানকে একহাত নিয়েছেন।

তিনি সেই ভিডিও ক্যাপশনে লিখেছেন, ‘সঞ্চালক বললেন, আপনার কথা ব্রোনক্সের (মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঢালাইকরের মতো। কিছুদিন আগে জাতিসংঘে করুণ বক্তৃতার পর এই লোকটা মনে হয় নিজেকে ছোট করার জন্য নতুন পথ খুঁজে বের করছে।’

এবার শেবাগের টুইটারের জবাবে ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ইমরানের বক্তব্যকে সরাসরি আবর্জনা বলেছেন। তিনি বলেন, ‘ভিরু… আমি এটা দেখে হতভম্ব হয়ে গেছি…নজিরবিহীন বক্তব্য…বিশ্বের এখন শান্তি দরকার, দেশ হিসেবে পাকিস্তানের যা সবচেয়ে বেশি প্রয়োজন এবং তাদের নেতা এমন আবর্জনাসুলভ কথাবার্তা বলছে…যে ইমরান খানকে ক্রিকেট বিশ্ব জানত, এ সে নয়…জাতিসংঘে তার ভাষণ ছিল অত্যন্ত বাজে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে