শুক্রবার, ০৪ অক্টোবর, ২০১৯, ১০:৪২:২৪

স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে ভারত : রাহুল গান্ধী

স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে ভারত : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : গ'ণপি'টুনি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়ায় দেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা দায়ের করা হয়েছে। তা নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।  

মোদি সরকারের আমলে দেশে স্বৈরতন্ত্র কায়েম হতে চলছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, ভারতে স্বৈরতন্ত্র চলছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেই জেলে পুরে দেওয়া হচ্ছে।

শুক্রবার নিজের নির্বাচনী কেন্দ্র ওয়েনাডেতে এক জনসভায় এসব কথা বলেন রাহুল গান্ধী।  রাহুল গান্ধী বলেন, এই মুহূর্তে দেশে কী চলছে, সে ব্যাপারে প্রত্যেকেই অবগত। কোনো গোপনীয়তা নেই। এমনকি গোটা বিশ্বও জেনে গিয়েছে। ক্রমশ স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছি আমরা।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে