অল্পের জন্য রক্ষা পেল ডেনমার্কের রাজপুত্র
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে একজন উদ্ধারকর্মীর চেষ্টায় বড় একটি ঢেউয়ে ভেসে যাওয়া থেকে রক্ষা পেয়েছে ডেনমার্কের রাজপুত্র। তার বয়স এখন ১০ বছর।
ডেনমার্কের যুবরাজ ফ্রেড্রেরিকের ১০ বছরের ছেলে প্রিন্স ক্রিশ্চিয়ান বৃহস্পতিবার গোল্ড কোস্ট স্ট্রিপের মারমেইড সৈকতে সাতার কাটছিলো।
এ সময় একটি বড় আকারের ঢেউয়ে সে পড়ে গেলে স্থানীয় একজন উদ্ধারকর্মী, নিক ম্যালকম তাকে উদ্ধার করেন। কিন্তু তিনি জানতেন না, কাকে তিনি উদ্ধার করেছেন। পরে অবশ্য তাকে ব্যক্তিগতভাবে যুবরাজ ফ্রেড্রেরিক ধন্যবাদ জানিয়েছেন।
প্রিন্স ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজমুকুটের দ্বিতীয় উত্তরাধিকারী।
বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও, সোমবার পর্যন্ত সেটি চেপে রেখেছিলেন ডেনিশ কর্মকর্তারা।
তবে ম্যালকমের তত্ত্বাবধায়ক সোমবার সাংবাদিকদের জানান, ওই উদ্ধারকর্মী যদি ঢেউয়ে ঝাঁপিয়ে পড়ে বালক রাজপুত্রকে সৈকতে টেনে না আনলে সে মারাও যেতে পারতো। সূত্র: বিসিসি
২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/সৈকত/এমএস
�