মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০১৯, ০৮:০৬:৪০

ভারতের আকাশে পাক ড্রোনের আনাগোনা! সীমান্তে হাই অ্য়ালার্ট জারি

ভারতের আকাশে পাক ড্রোনের আনাগোনা! সীমান্তে হাই অ্য়ালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাব সীমান্তে ফের পাক ড্রোনের আনাগোনা৷ সোমবার রাতে ভারত পাঞ্জাব সীমান্তের ফিরোজপুরে হোসেইনিওয়ালা সীমান্তে ৫টি পাক ড্রোন দেখতে পায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ৷ এরপরই শুরু হয় তল্লা'শি অভি'যান৷ সত'র্কতা জারি করা হয়েছে পাক সীমান্তে৷ ভারতীয় গণমাধ্যম মহানগর-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিএসএফ সূত্রে খবর, ভারতীয় আকাশসীমা ড্রো'নগুলিকে একবার দেখা গিয়েছে৷ সোমবার রাত ১০ টা থেকে ১০টা ৪০শের মধ্যে ড্রোনগুলিকে দেখা যায়৷ একপর মাঝরাতের দিকে আবারও একবার দেখা গিয়েছিল ড্রোনগুলিকে৷ যার জেরে মঙ্গলবার সকাল থেকেই পাঞ্জাব সীমান্তে ক'ড়াভাবে নজরদারি চালানো হচ্ছে৷ বেশ কয়েকদিন আগেই পাঞ্জাব সরকার বাজেয়াপ্ত করেছিল দুটি ড্রোন৷ যা দিয়ে সীমান্ত পেরিয়ে এপারে অ'স্ত্র ফেলে যাওয়া হয়েছিল৷ এবারও সেরকমই কিছু করার উদ্দেশ্য পাকিস্তানের রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও সন্দেহজনক তেমন কিছু এখনও পাওয়া যায় নি খবর৷

সেপ্টেম্বরের শেষদিকেও এমন আরেকটি ড্রোন উদ্ধার করেছিল নিরাপত্তাবাহিনী। এই ঘটনার তদন্ত শুরু করেছে এএনআই৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে