রক্তের ‘বদলা’ চাইল ইরানের সংসদ
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের শিয়া প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কমান্ডার সামির কান্তারের রক্তের বদলা নেয়ার আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ। ২০০’র বেশি সংসদ সদস্য সামির কান্তারের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে সমবেদনা জানিয়েছেন।
গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি বাড়িতে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লাহ কমান্ডার সামির কান্তার নিহত হন। ওই হামলায় সিরিয়ার আরো ১০ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়।
গত রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি সামির কান্তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এটি হচ্ছে ইসরাইলের রাষ্ট্র সন্ত্রাসবাদের চরম বহিঃপ্রকাশ এবং এটি তাদের প্রবণতায় পরিণত হয়েছে।
২০০৮ সালে হিজবুল্লাহ ও লেবাননের মধ্যে সই হওয়া বন্দিবিনিময় চুক্তির আওতায় সামির কান্তার মুক্তি পান। তার আগে তিনি ২৯ বছর ইসরাইলের কারাগারে আটক ছিলেন। সূত্র: রেডিও তেহরান
২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/সৈকত/এমএস
�