মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১২:২৩:১৫

দাউদ ইব্রাহিমের জন্মদিনে চোখ ধাঁধাঁনো আয়োজন সঙ্গীদের!

দাউদ ইব্রাহিমের জন্মদিনে চোখ ধাঁধাঁনো আয়োজন সঙ্গীদের!

আন্তর্জাতিক ডেস্ক : সাড়ম্বরে পালিত হতে চলেছে ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিমের জন্মদিন। বড়দিনের পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বরই পালিত হবে এই মাফিয়ার ৬০ তম জন্মদিন। মহা ধূমধামের সঙ্গে এই জন্মদিন অনুষ্ঠান পালনের আয়োজন করেছে দাউদ সঙ্গীরা। অনুষ্ঠানে কেবল আমন্ত্রিতের সংখ্যা ৬০০। যদিও এই জন্মদিনের অনুষ্ঠান কোথায় হবে, তা এখনও জানা যায়নি। তবে জন্মদিনের মূল উদ্যোক্তা যে ছোটা শাকিল, তা জানা গিয়েছে। জানা গেছে, চলতি বছরের ২৬ ডিসেম্বর ৬০ বছরে পড়বে ‘মোস্ট ওয়ান্টেড’ দাউদ ইব্রাহিম। তাই তাঁর জন্মদিন উপলক্ষে ওই দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও অনুষ্ঠানটি কোথায় হবে, পাকিস্তানে নাকি দুবাইয়ে, তা এখনও জানা যায়নি। পুরো অনুষ্ঠানটির আয়োজন গোপনে সাড়া হয়েছে। তবে দাউদ-সঙ্গী ছোটা শাকিল-ই যে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, তা জানা গিয়েছে। এই অনুষ্ঠানের আয়োজনে ছোটা শাকিলের সঙ্গে রয়েছে দাউদের ভাই অ্যানিস ইব্রাহিম। দাউদের জন্মদিনের অনুষ্ঠানটি কোথায় হবে তা জানা না গেলেও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একটা ধারণা মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফে জানানো হয়েছে, ছোটা শাকিলকে নিশানা করেই দাউদ ইব্রাহিমের জন্মদিন অনুষ্ঠান এবং এই জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যার হদিশ মিলেছে। প্রায় ৬০০ জন নিমন্ত্রিত হয়েছে এই অনুষ্ঠানে। এর মধ্যে কার-কার নাম রয়েছে, তা স্পষ্ট করেনি গোয়েন্দা বাহিনী। তবে এই তালিকায় বিশিষ্টজনেরা থাকতে পারে বলে তাদের অনুমান। বর্তমানে দাউড ইব্রাহিম কোথায় রয়েছে, তা স্পষ্ট নয়। তবে পাকিস্তানের করাচি এবং দুবাইয়ের সঙ্গে দাউদের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দার দাবি। যদিও দাউদ-করাচি যোগের দাবি অস্বীকার করেছে পাকিস্তান। তবে দাউদের পাসপোর্টে করাচিরই ঠিকানা রয়েছে এবং সম্প্রতি দাউদের পরিবারকে করাচিতে বেড়াতে দেখা গিয়েছে বলে ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে প্রমাণ রয়েছে। তাই আগামী ২৬ ডিসেম্বর দাউদের জন্মদিনের অনুষ্ঠান করাচিতে হবে বলেই তাদের প্রাথমিক অনুমান। সূত্র: কলকাতা২৪ ২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে