মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১২:২৫:০৭

দিল্লিতে বিএসএফের বিমান ভেঙে নিহত ১০

দিল্লিতে বিএসএফের বিমান ভেঙে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের একটি বিমান আকাশে ভেঙ্গে পড়েছে। মঙ্গলবার সকালের দিল্লির কাছে দ্বারকার সেক্টর আটে বরদৌলা গ্রামে চাটার্ড বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। বিএসএফ সূত্রে খবর, বিমানটি রাঁচি যাচ্ছিল। বিমানে ছিলেন ১০ জন। বিমানের মধ্যে বিএসএফ-এর ই়ঞ্জিনিয়ারেরা ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে নেমে আসছিল বিমানটি। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাঁচিগামী বিমানটির। তার পরই দেওয়ালে গোঁত্তা খেয়ে ভেঙে পড়ে সেটি। বিমানটিকে ঘুরতে ঘুরতে নীচে নামতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন, তার পরই দেওয়ালে ধাক্কা মারে বিমানটি। আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনাস্থলে পৌঁছছে দমকলের ১৫টি ইঞ্জিন। সূত্র: আনন্দবাজার ২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে