শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ০৩:৫১:৪৩

ভারতে সফরে এসেও কেন দেশ থেকে নিয়ে আসা ‘মেড ইন চায়না’ গাড়িতে চড়লেন শি জিনপিং?

ভারতে সফরে এসেও কেন দেশ থেকে নিয়ে আসা ‘মেড ইন চায়না’ গাড়িতে চড়লেন শি জিনপিং?

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দু’দিনের সফর। কিন্তু সেই সফরেই দেশ থেকে আস্ত গাড়ি নিয়ে এসেছেন। ভারতের রাস্তায় চীনা প্রেসিডেন্ট চড়লেন ‘মেড ইন চায়না’ গাড়িতে। হেলিকপ্টার নয় চেন্নাই থেকে মামাল্লাপুরম ৫৭ কিলোমিটার রাস্তা সেই গাড়িতে।

এদিন চেন্নাই থেকে হেলিকপ্টারে মামাল্লাপুরম আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সে পথে আসেননি শি জিনপিং। কারণ, চীনের নীতি। সে দেশের কোনও রাষ্ট্রনেতাই হেলিকপ্টারে চড়েন না। চড়েন ‘হংকি’-তে। এটাই চীন প্রেসিডেন্টের গাড়ির নাম।

‘হংকি’ মানে লাল পতাকা। আর সেই লাল পতাকাই বাহন হয় চীনের শাসক কমিউনিস্ট পার্টি অব চায়না-র নেতাদের। এদিন চেন্নাই থেকে ওই গাড়িতে করে মামাল্লাপুরমের অনুষ্ঠান সেরে ফিরে যান চেন্নাইতে। তার আগে শি জিনপিং প্রতিনিধি দল নিয়ে সাইটসিয়িং সারেন মামাল্লাপুরমে। শনিবার প্রতিনিধি দল নিয়ে মোদির সঙ্গে বৈঠকের জন্য ফের ৫৭ কিলোমিটার পথে গাড়িতে এসে গাড়িতেই ফিরবেন তিনি। এর পরে নেপালে চলে যাবে ওই চীনা প্রতিনিধি দল।

চীনের নেতারা যে হেলিকপ্টার এড়িয়ে চলেন সেটা অবশ্য নতুন কিছু নয়। তারা প্লেনে চড়েন, গাড়িতে চড়েন কিন্তু হেলকপ্টারে না। এটাই সে দেশের নীতি। এটা সেই মাও জেদং-এর আমল থেকেই। তবে ‘মেড ইন চায়না’ গাড়ি নিয়ে বিদেশ যাত্রার রেওয়াজটা শুরু হয়ে শি জিনপিং-এর আমলে। ২০১৪ সালে নিউজিল্যান্ড সফরের সময়েও চীনে তৈরি ‘হংকি’ নিয়ে গিয়েছিলেন শি। আন্তর্জাতিক মঞ্চে চিনে উৎপাদিত গাড়ি তুলে ধরতেই শি এই উদ্যোগ নিয়েছেন বলে মনে করা হয়।

২০১২ সালে তিনি এক বক্তৃতায় বলেছিলেন, চীনা নেতাদের উচিত সব সময়ে দেশে তৈরি গাড়িতে চড়া। সেটাই তিনি মেনে চলেন। তবে এটাও ঠিক যে, কোনও দেশে সফরে গিয়ে সে দেশের নিরাপত্তা ব্যবস্থার উপরে পুরোপুরি নির্ভর করেন না চীনা রাষ্ট্রপ্রধানরা। সূত্র : দ্য ওয়াল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে