শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ১২:৪৯:০৭

এবার সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়াচ্ছেন মোদি, সাফ করছেন আবর্জনাও!

এবার সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়াচ্ছেন মোদি, সাফ করছেন আবর্জনাও!

আন্তর্জাতিক ডেস্ক: মামাল্লাপুরমের সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাসটিক কুড়িয়ে একত্রিত করেন। সাফ করেন আবর্জনাও। এই দিন প্রায় ৩০ মিনিট ধরে সৈকত পরিস্কার করছেন তিনি। প্লাস্টিক কুড়িয়ে পরিস্কার করলেন সৈকত নিয়েছেন স্বচ্ছ ভারতের অঙ্গীকারও।

শুক্রবার মামাল্লাপুরমের ঐতিহাসিক প্রাঙ্গনে ঘুরে ঘুরে আলোচনা সেরেছেন নরেন্দ্র মোদী এবং শি জিনপিং। শনিবার তাজ ফিশারম্যানের কভ রিসর্টে প্রতিনিধিদের নিয়ে মুখোমুখি বৈঠকে বসবেন তাঁরা।

বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাস দমন-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে প্রাতভ্রমণে বেরিয়েছিলেন নমো। মামাল্লাপুরমের সুমদ্র সৈকতে পড়ে থাকা প্লাসটিক কুড়িয়ে একত্রিত করেন।

সাফ করেন আবর্জনাও। এই দিন প্রায় ৩০ মিনিট ধরে সৈকত পরিস্কার করছেন তিনি। প্লাস্টিক কুড়িয়ে পরিস্কার করলেন সৈকত নিয়েছেন স্বচ্ছ ভারতের অঙ্গীকারও।

শুক্রবার মামাল্লাপুরমে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফলপ্রসু’ ঘরোয়া বৈঠকের পর শনিবার ফের তাজ ফিশারম্যান কোভের ট্যাঙ্গো হল-এ সাক্ষাৎ হতে পারে এই দুই রাষ্ট্রনেতার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে