২০১৫ সালে ভারতে সেরা ‘ব্যক্তিত্ব’ গরু
আন্তর্জাতিক ডেস্ক : নানা শ্রেণি-পেশার মানুষকে পেছনে ফেলে এ বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে চতুষ্পদ প্রাণি গরু। ভারতের হিন্দু চরমপন্থি ও ধর্মান্ধদের কল্যাণে সারাবছরই সে দেশের সংবাদ মাধ্যমগুলোতে দাপিয়ে বেরিয়েছে এই প্রাণিটি। হিন্দু ধর্মাবলম্বীদে এই ‘গো-মাতা’কে পার্সোনালিটি অব দ্য ইয়ার বা বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে মার্কিন সার্চ কোম্পানি ইয়াহু।
গত মার্চে ভারতে প্রথমবারের মত গরুর মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মহারাষ্ট্র রাজ্য সরকার। ফলে শুরু হওয়া নতুন বিতর্ক সিহংসতায় রূপ নেয়। হিন্দু মৌলবাদীদের বাড়াবাড়ির কারণে প্রায় প্রতিদিন গরু সংক্রান্ত নানা খবর গণমাধ্যমে স্থান করে নেয়। গত ২৮ সেপ্টেম্বর উত্তর প্রদেশের দাদরি এলাকার বিসারা গ্রামে গরুর মাংস মজুদ রাখা ও খাওয়ার অভিযোগে হত্যা করা হয় মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে। ওই গ্রামের ধর্মান্ধ হিন্দুরা ওই মুসলিম প্রতিবেশীর বাড়িতে হামলা চালিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। এ ঘটনায় আহত হয়েছিলেন তার ছেলেও। কিন্তু ওই মাংসের নমুনা পরীক্ষায় গরুর বদলে খাসির মাংস থাকার বিষয়টি প্রমাণিত হয়।
এই দাদরি হত্যাকে কেন্দ্র করেই শুরু হয় পুরস্কার ফিরিয়ে দেয়ার হিড়িক। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ তুলে দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিকসহ সমাজের বিশিষ্টজনরা একের পর এক জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে শুরু করেন। অক্টোবর পর্যন্ত পুরস্কার ফিরিয়ে দেন মোট ৪১ লেখক ও সাংবাদিক। মোদ্দা কথা ভারতে এবার গরুর কাছে পাত্তা পাননি সানি লিওন ও ক্যাটরিনার মত সেলিব্রেটিরাও।
গরুর পর ইয়াহুতে যাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তিনি আর কেউ নন, হালের সেনসেশন সানি লিওন। এরপরেই রয়েছেন যথাক্রমে সুন্দরী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। তবে পুরষদের মধ্যে শীর্ষে রয়েছেন পঞ্চাশোর্ধ অভিনেতা সালমান খান।
ভারতে রাজনীতিকদের মধ্যে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইয়াহুতে তাকেই সবচেয়ে বেশি খুঁজেছেন ইউজাররা। এছাড়া ইয়াহুর আলোচিত ইভেন্টগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ইসলামিক স্টেট, মরহুম প্রেসিডেন্ট আবদুল কালাম এবং আইসিসির বিশ্বকাপ ক্রিকেট।
ভারতে বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন ক্রিকেট খেলোয়াররা। কিন্তু এ বছর প্রথমবারের মত শীর্ষে ওঠে এসেছেন টেনিস তারকা সানিয়া মির্জা। সুইস খেলোয়ার মার্টিন হিংসের সঙ্গে জোড়া বেঁধে টেনিস শিরোপা জেতার কারণেই যে তাকে নিয়ে এতটা মাতামাতি তা বলাই বাহুল্য। এছাড়া এ বছর ইয়াহুতে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ভারতের আলোচিত চলচ্চিত্র ‘বাহুবলি’কে। সূত্র: ইয়াহু, বাংলামেইল
২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/সৈকত/এমএস
�