শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ০৬:৪৯:১৭

তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপ!

তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপ!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিরিয়ায় কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে তুরস্কের ওপর নি'ষে'ধা'জ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। জানিয়েছেন এক ফরাসি মন্ত্রী।

ইউরোপীয় বিষয়ক ফরাসি মন্ত্রী এমেলি ডে মন্টাচালি জানান, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানের কারণে নি'ষে'ধা'জ্ঞার বিষয়টি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনায় রয়েছে। আগামী সপ্তাহে ইউরোপিয়ান কাউন্সিলে এ নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।

সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে লক্ষ্যবস্ত করে উত্তর সিরিয়ায় বুধবার অভিযান শুরু করেছে তুরস্ক। গত পাঁচ বছর ধরে আইএসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কুর্দিরা। আইএসবিরোধী অভিযানে তারা ১১ হাজার সেনা খুইয়েছে। 

সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে এটি তৃতীয় হস্তক্ষেপ তুরস্কের। উত্তর সিরিয়ায় তুরস্কের অভিযানে সবুজ সংকেত দিয়ে নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত থেকে মার্কিন সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার পরেই এ অভিযান শুরু করে তুরস্ক। সূত্র : দ্য গার্ডিয়ান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে