মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০১:৩৮:৫৭

সৌদি-ইরানের মধ্যে বরফ গলছে!

সৌদি-ইরানের মধ্যে বরফ গলছে!

আন্তর্জাতিক ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যে ‘সরাসরি সংলাপ’ আয়োজনের জন্য উভয় পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বলে সোমবার ইরানের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন। হোসেন জাবির আনসারি নামের ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান ও সৌদি আরবের মধ্যে মতপার্থক্য ও আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির জন্য সংলাপ আয়োজনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। শিয়াপন্থী পরাশক্তি ও সুন্নিপন্থী সাম্রাজ্যের মধ্যে সিরিয়া, ইরাক ও ইয়েমেন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানের সাথে বাহরাইন ও লেবানন নিয়েও মতপার্থক্য আছে। ইরান সিরিয়া ও ইরাক সরকারকে সমর্থন করে উভয় দেশকেই সামরিক পরামর্শ ও সাহায্য করে আসছে। রিয়াদ তেহরানের এই নীতির সমালোচক এবং তারা সিরিয়ায় সরকার বিরোধীদের সহায়তাকারী। আনসারি আরো জানান, নতুন সৌদি রাষ্ট্রদূত খুব শীঘ্রই ইরানে দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় ১ বছরের বেশি সময় ধরে ইরানে সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত নেই। তিনি আরো বলেন, সম্প্রতি ইরান, তুরস্ক ও ইরাককে বাদ দিয়ে সৌদি নেতৃত্বাধীন ৩৪ দেশের সন্ত্রাসবিরোধী সংগঠনের কার্যক্রম ইরান সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। আনসারি বলেন, সৌদির উচিত কথা ও কাজের সমন্বয় করা এবং দ্বিমুখী নীতি পরিহার করা। সন্ত্রাসবিরোধী যে কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট ভূখণ্ডের স্বার্বভৌমত্ব ও নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি ২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে