রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ০৪:৫৩:১১

কাশ্মীরে হিন্দু প্রধান এলাকাতে হামলা চালাচ্ছে পাকিস্তান

কাশ্মীরে হিন্দু প্রধান এলাকাতে হামলা চালাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরে হিন্দু অধ্যুষিত এলাকাকে নি'শা'না করে হা'ম'লা চালাচ্ছে পাকিস্তানি বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষস্তরের সূত্র এ কথা জানিয়েছে।

ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে আজ রবিবার ভারতীয় গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

ভারতের সেনা সূত্রের দাবি, জম্মু-কাশ্মীরের পীর পাঞ্জালের দক্ষিণে হিন্দু অধ্যুষিত এলাকায় বেশিরভাগ হা'ম'লা হচ্ছে। পাকিস্তানি বাহিনী রীতিমতো পরিকল্পনা করেই সীমান্ত লাগোয়া এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে নি'শা'না করছে। 

এ নিয়ে গত ১ অক্টোবর দু'পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে বিষয়টি উল্লেখ করে পাকিস্তানি সেনাবাহিনীকে স'ত'র্ক করে দেয়া হয়েছে। স'ত'র্ক'তামূলক পদক্ষেপ হিসেবে ভীমবার গালি, বালাকোট, সান্দোট ও বেহরোটের মতো সীমান্ত লাগোয়া গ্রামগুলো থেকে ইতোমধ্যেই ১২২ জন শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরে গত আগস্টে প্রায় ৩০০ বার যু'দ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গু'লিব'র্ষ'ণ করেছে পাকিস্তানি বাহিনী। এভাবেই চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা ২২১৬ বার যু'দ্ধবি'র'তি ল'ঙ্ঘ'ন করেছে।

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, পাকিস্তানি বাহিনী চলতি বছরে কেবল সেপ্টেম্বর মাসেই ২৯২ বার যু'দ্ধবি'র'তি ল'ঙ্ঘ'ন করে সীমান্তে হা'ম'লা চালিয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে ওই সংখ্যা ছিল যথাক্রমে ১০১ এবং ১০২। সেপ্টেম্বর মাসের হা'ম'লাগুলোতে অন্তত ৬১ বার ম'র্টা'রের মতো ভারী আ'গ্নে'য়া'স্ত্র ব্যবহার করেছে পাকিস্তানি বাহিনী। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে