রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ০৫:১৯:৫৩

অহিংস প্রতিবাদ আর চাপা ক্ষোভে ফুঁসছে কাশ্মীর

অহিংস প্রতিবাদ আর চাপা ক্ষোভে ফুঁসছে কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের পক্ষ থেকে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক দাবি করা হলেও মূলত অহিং'স প্র'তিবা'দ আর চাপা ক্ষো'ভে ফুঁ'স'ছে উপত্যকাটি। সম্প্রতি সুশীল সমাজের একটি দল জম্মু কাশ্মীর ঘুরে এসে জানান, সরকারি ভাষ্য ও অঞ্চলটির বাস্তবিক চিত্র সম্পূর্ণ আলাদা। 

এরমধ্যেই, শ্রীনগরে গ্রে'নে'ড হা'ম'লায় এক নারীসহ আট জন আহ'ত হয়েছে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের দু' মাস পর গত বৃহস্পতিবার পর্যটকদের ওপর থেকে নি'ষে'ধা'জ্ঞা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। সোমবার থেকে চালু হবে পোস্টপেইড মোবাইল সেবা। 

আপাতত সরকারের এ সিদ্ধান্তে খুশি স্থানীয়রা। কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই শনিবার শ্রীনগরের হরি সিং হাই সড়কে একটি মার্কেটে শক্তিশালী গ্রে'নে'ড বি'স্ফো'রণের ঘটনা ঘটে। স'ন্ত্রা'সীদের ছোঁড়া গ্রে'নে'ডে বেশ কয়েকজন আ'হ'ত হয় বলে জানিয়েছে পুলিশ।

কাশ্মীর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে সরকার দাবি করলেও, শনিবার চার সমাজকর্মীর একটি দল জম্মু কাশ্মীর ঘুরে এসে জানান, সরকারি বয়ানের চেয়ে বাস্তবের কাশ্মীর পরিস্থিতি একদম আলাদা। প্রকৃতপক্ষে উপত্যকাটি নীরব প্রতিবাদে ফুঁসছে।

মনোবিদ অনিরুদ্ধ কালা, জনস্বাস্থ্যকর্মী ব্রিনেল ডিসুজা, সাংবাদিক রেবতী লাউল এবং সমাজকর্মী শবনম হাসমি কাশ্মীরের রাজনীতিক, আমলা, গৃহবধূ, স্কুলশিক্ষক, ব্যবসায়ী, ট্যাক্সিচালক, শিক্ষার্থী, সাংবাদিক, সমাজকর্মীসহ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলেন। 

বিশেষ মর্যাদা বাতিলের পর হিং'সার প্রকোপ দেখা না যাওয়াকে কাশ্মীরিদের দাঁতে দাঁত চেপে সহ্য করে যাওয়া বলে জানান তারা। বলেন, কাশ্মীরিরা নিজ থেকেই দোকানপাট, অফিস বন্ধ রেখেছেন। কাশ্মীরিদের মুখ বন্ধ করে রাখার পাশাপাশি তারা ভাল আছে বলে গণমাধ্যমকে বলতে বাধ্য করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে, পাকিস্তানে জম্মু কাশ্মীরিদের প্রতি সংহতি জানিয়ে ৩১শে অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখে জামিয়াত উলেমা-ই-ইসলাম ফজল দলের আজাদি পদযাত্রা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। দা'ঙ্গা রুখতে বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলেও জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে