রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১০:৩৪:১১

ইমরান খান চাইলে পাকিস্তানে সেনা পাঠিয়ে সাহায্য করবে ভারত : রাজনাথ সিং

ইমরান খান চাইলে পাকিস্তানে সেনা পাঠিয়ে সাহায্য করবে ভারত : রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক : জ'ঙ্গি দমনে পাকিস্তানের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে একাধিক ফোরামে ভারত অভিযোগ করেছে। কিন্তু, তাতেও সুবিধা হয়নি খুব একটা। পাকিস্তানের স্বভাব বদলায়নি। 

এখনও, সে দেশের ভূমিকে স'ন্ত্রা'সবাদের আতুড়ঘর বললে অত্যুক্তি হয় না। পাকিস্তানের মাটিতে অবাধ বিচরণ জ'ঙ্গিদের। এদিকে, পাক প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে শান্তির বার্তা আওড়ে যাচ্ছেন। এবার তাকে তী'ব্র কটাক্ষ শানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

হরিয়ানার কার্নলে একটি নির্বাচনী জনসভায় গিয়ে বিদ্রুপের সঙ্গে তিনি বললেন, ইমরান খান চাইলে ভারত সেনাও পাঠাতে পারে পাকিস্তানে। আমি পাকিস্তানকে একটা পরামর্শ দিতে চাই। আপনারা যদি স'ন্ত্রা'সদ'ম'নে সত্যি সত্যি ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আমরা আপনাদের সাহায্য করতে রাজি আছি। আপনারা যদি আমাদের সেনার সাহায্য চান, তাহলে আমরা আপনাদের সাহায্যের জন্য সেনাও পাঠাতে পারি।” 

তবে, সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি ইমরানকে হুঁ'শি'য়া'রিও দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি স'ন্ত্রা'সে ম'দ'ত দেওয়া বন্ধ না করে, তাহলে ভারত আরও বি'প'জ্জ'নক হতে পারে।

ইমরান খানের উদ্দেশে রাজনাথের বার্তা, আপনারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে দেশভাগ করেছেন। ১৯৭১ সালে আপনাদের দেশ দিই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যদি, ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ করেন, তাহলে আপনাদের দেশ আবারও ভাঙবে। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি ইমরান খানের জাতিসংঘের বক্তব্য শুনেছি। ইমরান বলছে, কাশ্মীরিরা স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমরা ল'ড়া'ই করব। বলছে, আন্তর্জাতিক মহলে নালিশ করবে। আমি সাফ জানিয়ে দিতে চাই, ভারত কারও কাছে মাথা নত করবে না। ভারতকে কেউ চাপ দিতে পারবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে