সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০১:১৫:৪৩

মুসলিম মা-বোনেদের দেওয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি : নরেন্দ্র মোদি

মুসলিম মা-বোনেদের দেওয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পাশাপাশি তিন তালাকের প্রথা বিলোপ নিয়েও বিজেপি সরকারের গুণগান করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মুসলিম মা-বোনেদের দেওয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি।’

সাহস থাকলে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনার কথা নিজেদের ইস্তাহারে ঘোষণা করুন। ভারতের মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের প্রথম ভোটপ্রচারে গিয়ে বিরোধীদের দিকে এমন চ্যালেঞ্জই ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদি।

কাশ্মীর প্রসঙ্গে শুধুমাত্র চ্যালেঞ্জ ছোড়াই নয়, সেই সঙ্গে তা নিয়ে বিরোধীদের মনোভাব যে পড়শি দেশের মতোই, তাও দাবি প্রধানমন্ত্রীর। মোদির মতে, ‘কাশ্মীর শুধুমাত্র এক টুকরো জমি নয়, তা ভারতের মাথার মুকুট।’

বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি আগামী চার মাসের মধ্যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করারও আশ্বাস দিয়েছেন তিনি। আগামী সপ্তাহেই ২১ অক্টোবর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার দলের হয়ে প্রথম নির্বাচনী প্রচার সারেন মোদি।

জলগাঁওতে এক জনসভায় মূলত কংগ্রেস এবং এনসিপিকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করেন তিনি। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের বিষয়টিকে বিরোধীরা অহেতুক রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মোদি।

৩৭০ অনুচ্ছেদ রদ করা নিয়ে কংগ্রেস এবং এনসিপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি সাহস থাকে তবে বিজেপি তথা মোদি সরকারের ৫ আগস্টের সিদ্ধান্ত বদল করুন। রাজ্যের নির্বাচনে বা ভবিষ্যতের ভোটগুলিতেও ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদ ফিরিয়ে আনার কথা নিজেদের ইস্তাহারে ঘোষণা করুন।’

কাশ্মীর নিয়ে বিরোধীদের মনোভাব একেবারে পড়শি দেশের মতোই বলে অভিযোগ মোদীর। এ প্রসঙ্গে পাকিস্তানের নামোল্লেখ না করে তিনি বলেন, ‘কংগ্রেস এবং এনসিপি-র সাম্প্রতিক বিবৃতিগুলো দেখুন। মনে হয় যেন, পড়শি দেশের মতোই তাদের চিন্তাধারা।’

বিরোধীদের প্রতি তার পরামর্শ, ‘কুম্ভীরাশ্রু বিসর্জন বন্ধ করুন!’ কিন্তু বিরোধীরা যদি তার চ্যালেঞ্জ গ্রহণ করে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনেন? মোদির দাবি, এমনটা করলে ভবিষ্যৎ বলে কিছু থাকবে না বিরোধীদের। কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত নেওয়াটাও অভাবনীয় ছিল বলে দাবি করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে