সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০৪:৫৭:২০

চীনকে বিভক্ত করার চেষ্টা করলে হাড়গোড় ভেঙে গুঁড়া করে দেওয়া হবে : শি জিনপিং

চীনকে বিভক্ত করার চেষ্টা করলে হাড়গোড় ভেঙে গুঁড়া করে দেওয়া হবে : শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : চীনকে বিভক্তির চেষ্টা করলে হংকংয়ের বিক্ষোভকারীদের হাড়গোড় ভেঙে গুঁড়া করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিক্ষোভকারীদের নিশ্চিহ্ন করা হবে বলেও সরাসরি হুমকি দিয়েছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই হুমকির খবর ফলাও করে প্রচার করেছে। বিবিসি তাদের প্রতিবেদনে সিসিটিভির বরাত দিয়ে বলছে, নেপালে সফরে গিয়ে হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি এ হুমকি দেন চীনা প্রেসিডেন্ট।

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে একটি দ্বিপাক্ষিক অংশ নেন শি জিনপিং। পরে নিজ দেশ ও নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে বক্তব্য দেন তিনি। 

বক্তব্যের পর হংকংয়ের বিক্ষোভের কথা উল্লেখ করে সেখানকার বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘চীনকে যদি কোনো কারণে বিভক্তির চেষ্টা করা হয়, সে যেই হোক হাড়গোড় ভেঙে গুঁড়া করে দেওয়া হবে।’

গতকাল রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শি জিনপিং আরও বলেন, ‘চীনের বিভক্তি চাওয়া সমর্থনকারীদের “বর্হিশক্তি” দেশের জনগণ শক্তভাবে প্রতিরোধ করবে।’

গত জুন থেকে বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। যদিও পরে জনরোষের মুখে বিলটি বাতিল করা হয়। তবে প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগসহ পাঁচদফা দাবিতে অনঢ় বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে প্রথমবার ইস্যুটি নিয়ে মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে