বড় হামলা থেকে রক্ষা পেল ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বড়সড় হামলা থেকে রক্ষা পেল ভারতীয় দূতাবাস। এ দূতাবাসে বড় রকমের হামলার ছক কষেছিল তালিবান গোষ্ঠি। তবে আফগান সেনাবাহিনীই এই হামলার ছক বানচাল করে দিয়েছে।
এসময় হামলার পরিকল্পনাকারী এক তালিবানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গির নাম নাসির। গ্রেফতার হওয়ার ভারতীয় দূতাবাসে হামলার কথা স্বীকার করেছে সে। যদিও তালিবানের তরফে এ বিষয়ে এখনও কিছু জানায়নি।
জানা গিয়েছে, আফগানিস্তানের জালালাবাদ শহরে ভারতের বাণিজ্য দূতাবাস রয়েছে। দিন দু’য়েক আগে সেই দূতাবাসেই আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল তালিবান জঙ্গিগোষ্ঠী। গত রবিবার ওই দূতাবাসের সামনে থেকে এক আত্মঘাতী জঙ্গিকে গ্রেফতার করে এই নাশকতার ছক বানচাল করে আফগান সেনাবাহিনী।
দু’দিন আগে ওই জঙ্গি গ্রেফতার হলেও বিষয়টি নিশ্চিত হওয়ার পরই প্রকাশ্যে আনে আফগান সরকার। জালালাবাদের গর্ভনরের মুখপাত্র অতাউল্লা লুটীন জানিয়েছেন, আফগানিস্তানের উত্তর-পূর্বে তগাঁও জেলার বাসিন্দা নাসির। সম্প্রতিই সে তালিবান জঙ্গি দলে যোগ দিয়েছে। গ্রেফতারের পর নাসির জেরার মুখে জালালাবাদে ভারতীয় দূতাবাসে হামলার কথা স্বীকার করে নিয়েছে। এই হামলা পরিকল্পনায় সে-ই যে আত্মঘাতী বোমারু হয়েছিল এবং ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে সামনের পুরো রাস্তায় সুড়ঙ্গ কেটে বারুদ পাতা হচ্ছিল বলেও পুলিশকে জানিয়েছে নাসির। যদিও তালিবানের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।
উল্লেখ্য, গত সম্পাহে আরও একটি নাশকতার ছক বানচাল করেছিল আফগান সেনাবাহিনী। জালালাবাদ শহর থেকেই দুই আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন