সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০৮:২৮:২৮

পেটে ব্যাথা দুই পুরুষ রোগীর, ‘প্রেগন্যান্সি টেস্ট’ করতে বললেন চিকিৎসক!

পেটে ব্যাথা দুই পুরুষ রোগীর, ‘প্রেগন্যান্সি টেস্ট’ করতে বললেন চিকিৎসক!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খন্ডের ছাত্রা জেলায় পেটে ব্যাথা নিয়ে ডাক্তারের কাছে যান গোপাল গানঝু ও কামেশ্বর জানহু নামে দুই ব্যক্তি। এমন অবস্থায় প্রেসক্রিপশনে লিখে দিলেন ‘প্রেগন্যান্সি টেস্ট’। এমনিতেই আজকাল ডাক্তারের কাছে গেলেই টেস্ট করানোর লম্বা ফর্দ ধরিয়ে দেওয়া হয়। তাই বলে পুরুষ রোগীকে প্রেগন্যান্সি টেস্ট করতে দেওয়ার ঘটনা একেবারে অভিনব।

ভারতের মুকেশ কুমার নামে এক সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুধু প্রেগন্যান্সি টেস্টই নয়, সেইসঙ্গে এইচআইভি ও হিমোগ্লোবিন পরীক্ষাও করতে দেওয়া হয়েছে। তারা দু’জনেই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। যদিও ওই ঘটনার কথা অস্বীকার করেছেন ওই চিকিৎসক।

ভারতে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ইস্ট সিংভূম জেলার এক চিকিৎসক এক নারীর পেট ব্যাথার ওষুধ হিসেবে কন্ডম দিয়েছিলেন। মহিলা যখন প্রেসক্রিপশন নিয়ে ওষুধ দোকানে যান, তখন দেখেন প্রেসক্রিপশনে লেখা আছে কন্ডমের নাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে