মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ০১:৩৫:৩৯

মৃত সন্তানকে কবর দিতে গিয়ে মাটির নীচ থেকে জীবন্ত শিশুকন্যা উদ্ধার, তাজ্জব এলাকাবাসী!

মৃত সন্তানকে কবর দিতে গিয়ে মাটির নীচ থেকে জীবন্ত শিশুকন্যা উদ্ধার, তাজ্জব এলাকাবাসী!

আন্তর্জাতিক ডেস্ক : নিজের সন্তান মারা গিয়েছে। বাবা হয়ে এর মতো কঠিন সত্যি বোধহয় আর কিছুই হতে পারে। কিন্তু বাস্তব যতই কঠিন হোক না কেন, তা তো মানতে হবেই। তাই তো মৃ'ত সন্তানকে শেষবারের মতো বুকে জাপটে ধরে গিয়েছিলেন কবর দিতে। 

মাটি খুঁড়তেই হাতে উঠে এলো একটি মাটির পাত্র। সন্দেহে তার ভিতরে নজর পড়তেই অবাক সন্তানহারা বাবা। সদ্যোজাতকে উদ্ধার করলেন ভারতের উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা এক ব্যবসায়ী। হিতেশ কুমার সিরোহি নামের ওই ব্যবসায়ীর স্ত্রী বৈশালীতে সাব ইনস্পেক্টর। গত বুধবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হয় ওই মহিলার।

তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তার। পরেরদিন সকালে তার স্ত্রী অপরিণত শিশুর জন্ম দেন। তবে জন্মের কয়েক মিনিটের মধ্যেই মৃ'ত্যু হয় সদ্যোজাতের। দুঃসংবাদ শুনেই কান্নায় ভেঙে পড়েন হিতেশ এবং বৈশালী। কঠিন বাস্তবকে মেনে নিয়ে কোনওক্রমে শোক কাটিয়ে মৃ'ত সদ্যোজাতকে কবর দিতে যান হিতেশ।

কবর দেওয়ার জন্য মাটি খোঁড়া শুরু হয়। তিনি বুঝতে পারেন তিনফুট নীচে শক্ত কিছু রাখা রয়েছে। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন সেটি একটি মাটির পাত্র। সেটিকে মাটির নীচ থেকে টেনে তোলেন ব্যবসায়ী। পাত্রটির ভিতর নজর যেতে চোখ প্রায় কপালে ওঠে তার। দেখেন তার ভিতরে ছটফট করছে সদ্যোজাত। কন্যাসন্তানকে বুকে জড়িয়ে থানায় ছোটেন হিতেশ। 

খিদের জ্বালায় তখন কেঁদেই চলেছে শিশুটি। সকলে মিলে দুধও খাওয়ায় তাকে। সদ্যোজাতের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে বরেলির পুলিশ সুপার অভিনন্দন সিং বলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সদ্যোজাত। তাকে কে বা কারা ওভাবে মাটির নীচে ঢুকিয়ে দিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জীবন্ত শিশুকে কবর দেওয়ার মতো অ'পরা'ধের সঙ্গে যারা যুক্ত তাদের শা'স্তি হবেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে