মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ০৩:২৬:০১

কারও দয়ায় মুসলমানরা ভারতে থাকে না: আসাদুদ্দিন ওয়াইসি

কারও দয়ায় মুসলমানরা ভারতে থাকে না: আসাদুদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : মহারাষ্ট্রে রাজ্যের নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ভারতে মুসলমানরা কংগ্রেস কিংবা কারো দয়ায় বসবাস করছে না, তারা তাদের সাংবিধানিক অধিকার বলে এখানে বসবাস করছে। খবর এনডিটিভির।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও এক হাত নেন এ মুসলিম দলের নেতা। তিনি বলেন, জাহাজের একজন ক্যাপ্টেন সব সময় ডুবন্ত জাহাজ থেকে সবাইকে নিরাপদে নামিয়ে দেয়ার পর নিজের চিন্তা করেন। কিন্তু রাহুল এমন এক ক্যাপ্টেন, যিনি ডুবন্ত জাহাজ থেকে সবার আগে লাফ দিয়ে নেমে গেছেন।

বিশাল এক জনসভায় দেয়া বক্তব্যে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বিজেপি সরকার এখন মুসলমানদের ধর্মীয় অনুভুতি নিয়েও খবরদারি করছে।

তিন তালাকের মতো ইসলামী বিধানকে নিয়ে রীতি মতো নিজেদের মনগড়া আইন চাপিয়ে দেয়া হচ্ছে। ৭০ বছর ধরে আমরা ভারতে কারও দয়ায় থাকি না। সাংবিধানিক অধিকারের বলেই আছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে