কানাডার বাতাস কিনছে চীন!
আন্তর্জাতিক ডেস্ক : বেইজিং এর বাসিন্দা লি থানকিনের তিনবছরের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্য কিছুটা ভালো বাতাস যোগাড় করতেই তিনি ক্যানে করে কানাডার রকি পর্বতের পরিষ্কার বাতাস কিনেছেন। দুষিত বাতাসের কারণে বেইজিংয়ে চতুর্থ দিনের মতো এখন ‘রেড অ্যালার্ট’ চলছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
আর এই বাতাস থেকে বাচতে লি থানকিনের মতো বেইজিংয়ের অনেক বাসিন্দা এখন নিজের আর পরিবারের সদস্যদের জন্য কানাডার রকি পর্বতের মুক্ত বাতাস কিনছে। তাদেরই একজন লি থানকিন।
লি থানকিন বলছেন, কানাডার দুজন তরুণ ক্যানে করে এই বাতাস এনে বিক্রি করতে শুরু করে। সন্তানকে কিছুটা পরিষ্কার বাতাস দেয়ার জন্যই তাদের কাছ থেকেই তিনি ক্যান কিনে আনেন।
ক্যানটির মুখে বাতাস নেয়ার জন্য একটি রাবারের ঢাকনি রয়েছে। সেটি খুলে সেখানে মুখ লাগালেই বাতাস নেয়া যায়।
মিজ থানকিন বলছেন, এর মাধ্যমে আমার মেয়েকে রকি মাউন্টেনের পরিষ্কার বাতাস দিতে পারছি। কারণ আমার সন্তানের জন্য আমি সবকিছুই করতে পারি।
তবে এটা সমস্যার কোন সমাধান বলে মনে করেন না লি থানকিন।
কারণ সারাক্ষণ বেইজিংয়ের বাতাসে থাকতে থাকতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ছে, তিনি নিজেও অসুস্থ বোধ করছেন। ঘরের বাইরে বের হতেও এখন তাদের সাহস হয় না।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�