ট্রাম্পের ইসলামবিরোধী বক্তব্যের প্রতিবাদে নামাজ
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার মুসলমানেরা নামাজ পড়ে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তারা ট্রাম্পের নির্বাচনি দপ্তরগুলোর সামনে সমবেত হয়ে জামাতে নামাজ পড়েছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
নিউ ইয়র্কের ম্যানহাটানে ট্রাম্পের নির্বাচনি দপ্তরের সামেনে অন্তত ২০০ মুসলমান নামাজ পড়েছেন। এ সময় মুসলমানদের হাতে বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। কয়েকটি প্ল্যাকার্ডে লেখা ছিল-‘মুসলমানেরা সন্ত্রাসী নয়’, ‘আইএসআইএল বা দায়েশের সঙ্গে সব মুসলমানকে এক করে দেখবেন না’ এবং ‘ট্রাম্প হচ্ছেন ফ্যাসিস্ট ও বর্ণবাদী’।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। একইসঙ্গে তিনি আমেরিকায় মুসলমানদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এরপরই আমেরিকাসহ বিভিন্ন দেশে সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোয়ন পাওয়ার দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�