এক যুগ পর বাবা হত্যার প্রতিশোধ নিল যুবকটি
আন্তর্জাতিক ডেস্ক : ছেলের সামনে বাবাকে খুন। এরপর ছেলে বড় হয়ে সেই খুনের বদলা নেন। এমন গল্প সচরাচর দেখা যায় সিনেমা বা নাটকে। বাস্তবে কি দেখেছেন কেউ এমন?
হ্যাঁ বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে। নিজের চোখের সামনে বাবাকে খুন হতে দেখেছিল শিশু পুত্র। এরপর কেটে যায় এক যুগ। বুকে প্রতিশোধের আগুন নিয়ে অপেক্ষায় থাকে সে। অবশেষে সুযোগ মিলতেই নৃশংসভাবে খুন করে সে পিতার হত্যাকারীকে। ধরা পড়ার পর তার নাটকীয় উক্তি,‘এখন আমি ভীষণ সুখী।’
সম্প্রতি এই হত্যার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মোরাদাবাদ জেলায়। ধরা পড়ার পর পুলিশের কাছে খুনের নেপথ্য ঘটনা বর্ণণা করেন ২৪ বছরের ওই যুবক।
আলম খান নামের ওই যুবক জানান, ২০০৩ সালে নিজের চোখের সামনে খুন হতে দেখেছিলেন বাবাকে। নিজের বিশ্বাসঘাতক বন্ধু মোহাম্মদ রাইসের হাতে খুন হয়েছিলেন তার বাবা। তখন আলম ছিলেন ১২ বছরের শিশু। তখন থেকেই প্রতিশোধ নেয়ার সংকল্প করেন তিনি। একে একে কেটে যায় ১২টি বছর।
অবশেষে সুযোগ মেলে গত সপ্তাহে। পরিকল্পনা মত ঘাতককে বাড়িতে ডেকে আনেন এবং মদ্যপান করতে দেন। মদ খেয়ে পুরোপুরি মাতাল হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে রাইসকে খুন করেন আলম। এরপর হাতুড়ি ও করাত দিয়ে মৃতদেহ টুকরো টুকরো করেন। সেগুলো কয়েকটি পলিথিনের ব্যাগে ভরে কাছের এক নদীতে ছুড়ে ফেলেন। সোমবার পুলিশের হাতে ধরা পড়ার পর এভাবেই হত্যার বর্ণনা দেন ওই যুবক।
পরে ব্যাগগুলো কুলে ভেসে আসার পর ঘটনা জানাজানি হয়। প্রত্যক্ষদর্শীদের দেয়া বক্তব্যের ভিত্তিতে আটক করা হয় আলমকে। ধরা পড়ার পর আলম খান আরো জানান,‘মৃতদেহটি ১২ টুকরো করার সময় আমি উচ্চ স্বরে মিউজিক চালিয়ে দেই। যাতে কেউ করাতের শব্দ না শুনতে পায়।’
তবে এ নিয়ে কোনো অনুশোচনা নেই আলমের। এ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,‘আমার ১২ বছরের অপেক্ষা শেষ হয়েছে। এখন আমি ভীষণ সুখী। আমার আর কিছুই চাওয়ার নেই।’
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন