আন্তর্জাতিক ডেস্ক : মোটরসাইকেল থেকে পড়ে আহ'ত হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে (৭৪)। বুধবার বিকালে ম্যানিলার মালাকানাং প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।
এতে কোমরে আ'ঘা'ত লেগে হাড় ভেঙেছে এবং শরীরের কিছু জায়গায় আঁচড়ে ক্ষ'তের সৃষ্টি হয়। প্রেসিডেন্ট দুতের্তের মুখপাত্র সালভাদর প্যানেলো এ তথ্য নিশ্চিত করেছেন।
ওইসময় দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আ'ঘা'ত হে'নে'ছে। দেশের দক্ষিণাঞ্চলে আ'ঘা'তহা'না ওই ভূমিকম্পের প্রভাবে ভূমি ধস ও ভবন ধসে অন্তত চারজনের মৃ'ত্যু হয়েছে। আহ'ত হয়েছে আরও ডজনখানেক মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।
ফিলিপাইন ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, বুধবার রাতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আ'ঘা'ত হানে। এর উত্পত্তিস্থল নর্থ কোটাবাটো প্রদেশের তুলুনান থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৮ কিলোমিটার।
শক্তিশালী ওই ভূমিকম্পের পর একটার পর একটা আরও দুই শতাধিক আ'ঘা'ত (আফটার শক) অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৬.৪ বলে জানিয়েছে। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূ'মিধ'স এবং বিভিন্ন দু'র্ঘ'টনায় কমপক্ষে ২৭ জন আহ'ত হয়েছে।
ফিলিপাইনের কিদাপাওয়ান শহরসহ বেশ কিছু এলাকা বিদ্যুৎ বি'ছি'ন্ন হয়ে পড়েছে। জেনারেল সানে্তাস শহরের গাইসানো শপিংমলে ভূমিকম্পের পরপরই অ'গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নর্থ কোটাবাটোর ভাইস মেয়র বলেন, ভূমিকম্পের সময় একটি হাসপাতাল থেকে রোগীদের নিরাপদে বের করে আনা হয়।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের পৈতৃক নিবাস দাভাও শহরসহ যেসব এলাকায় ভূমিকম্প আ'ঘা'ত হেনেছে সেখানকার সব স্কুল বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের সময় ম্যানিলায় অবস্থান করছিলেন প্রেসিডেন্ট দুতের্তে। ফিলিপাইন একটি দু'র্যো'গপ্র'ব'ণ এলাকা। সেখানে প্রায়ই ভূমিকম্প এবং টাইফুন আ'ঘা'ত হা'নে।