শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ০১:১৭:৪৯

এবার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প! অস্বস্তিতে নরেন্দ্র মোদি

এবার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প! অস্বস্তিতে নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের বৈঠক মার্কিন নজরে যে খুব একটা ভালোভাবে ছিল না এবার তারই প্রমাণ পাওয়া গেল। ট্রাম্প জানিয়েছেন, আমরা ভারতকে উন্নয়নশীল দেশ হিসেবে দেখি না।

এখবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ট্রাম্প বলেন, আমরা চীনকে উন্নয়নশীল দেশ হিসেবে দেখি না এমনকি ভারতকেও নয়। উন্নয়নশীল দেশ হিসেবে তকমা দিয়ে মার্কিন প্রশাসনকে উত্ত্যক্ত করার জন্য ইতিমধ্যে ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারত পরোক্ষভাবে মার্কিন বাজারে কী আ'ঘা'ত করেছে। যার ফলে সং'ক'ট বাড়ছে মার্কিন বাণিজ্যের। এই কারণে তিনি নয়াদিল্লিকে ট্যারিফ কিং বলে সম্বোধন করেছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে হিউস্টোনের হাউডি মোদি সভায় ট্রাম্প প্রসঙ্গে স্লোগানের ঝড় তুলেছিলেন মোদি। তারপরেও আচমকাই ভারত সম্পর্কে ট্রাম্পের এই ধরনের বক্তব্যে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে মোদি সরকারকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে