আইএসকে অর্থ জোগান দেয় পাকিস্তানের নারীরা
আন্তর্জাতিক ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন আইএসকে আর্থিক ভাবে সহযোগিতা করছে পাকিস্তানের নারীরা। এই অভিযোগ কোনও ভারতীয় বা বাংলাদেশির নয়। পাকিস্তানেরই পুলিশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা রাজা উমর খাত্তাব জানা, ‘আইএসকে আর্থিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে পাকিস্তানের নারীরা’। কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
তিনি বলেন, ‘করাচির বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের মহিলারা ধর্মীয় স্থান গঠনের নাম করে জনসাধারণের থেকে টাকা তুলে তা সন্ত্রাসী সংগঠনের কাছে পৌঁছে দিত। শুধুমাত্র সম্ভ্রান্ত ঘরের মহিলারাই নয়, মধ্য ও নিম্নবিত্ত পরিবারের মহিলারাও অংশ নিচ্ছে ইসলামিক স্টেটের অর্থনৈতিক ভীত মজবুত করতে’। চলতি বছরের মে মাসে পাকিস্তানে একটি বাসে মধ্যে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায় বলে জানিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের সন্ত্রাসী দমন শাখার কর্মকর্তা রাজা উমর খাত্তাব। তার মতে, ‘সচ্ছল পরিবারের ২০ জন মহিলা একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছিল। এই প্রতিষ্ঠান থেকে ইসলামিক স্টেটের মতাদর্শ প্রচার করা হত। ওই প্রতিষ্ঠানের প্রধান পরিচালকের স্বামীকে গ্রেফতার করা হয়েছে।’ ধর্মীয় প্রতিষ্ঠানটি অবৈধ ছিল এবং প্রতিষ্ঠানটির কোনও কার্যালয় ছিল না বলেও দাবি করেছেন খাত্তাব। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক ও তার মায়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�