শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ০৬:৪৫:২৬

মুসলমানদের বাদ দিয়ে অন্যদের নাগরিকত্ব দেবে বিজেপি : আসাদউদ্দিন

মুসলমানদের বাদ দিয়ে অন্যদের নাগরিকত্ব দেবে বিজেপি : আসাদউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেয়ার যে পরিকল্পনা বিজেপি সরকার নিয়েছে তা আইন ও সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দরাবাদ লোকসভার সাংসদ ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

শুক্রবার মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে এক সমাবেশে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু এর উদ্দেশ্য কী? এটা কী ভারতীয় সংবিধানের ১৪ ধারা সমতার অধিকার বিরোধী নয়? এটা কী বৈষম্য নয়? এটা আমাদের সংবিধানের ১৫ ধারা বিরোধী, মৌলিক অধিকারবিরোধী।

ওয়াইসি বলেন, আপনারা জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি কার্যকর করবেন? কেন আপনারা এনআরসি কার্যকর করবেন? আসামে পাহাড় খনন করে ইঁদুর পর্যন্ত বেরোয়নি! কেবল ১৯ লাখ লোকের নাম এনআরসির বাইরে আছে। বিজেপি-শিবসেনার মাথাব্যথা শুরু হয়েছে যখন বুঝতে পেরেছে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখের মধ্যে বেশিরভাগ নাম অমুসলিম। এজন্য সঙ্গে সঙ্গে বিজেপি বলে দিয়েছে আসামের এনআরসিকে আমরা মানি না।

বিজেপি সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে হায়দরাবাদ লোকসভার এ সদস্য আরও বলেন, চলতি বছরে আওরঙ্গাবাদ জেলায় কমপক্ষে ৭৫ কৃষক আত্মহত্যা করেছেন। এগুলো বন্ধ করুন। গরীবদের জন্য অর্থ খরচ করুন। ওরা বিদ্বেষের রাজনীতি করছে। হৃদয়ের মেলবন্ধনের রাজনীতি ওদের নেই। ভয়, আতঙ্ক সৃষ্টির রাজনীতি, ভয় দেখিয়ে রাখাই ওদের উদ্দেশ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে