মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪২:০১

দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্রিজ নাগরদোলায় দীর্ঘ জ্যাম

দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্রিজ নাগরদোলায় দীর্ঘ জ্যাম

আন্তর্জাতিক ডেস্ক : এমন বিপজ্জনক ব্রিজ দেখেই বুকটা ছ্যাত্‍ করে ওঠার জোগাড়। ব্রিজের নিচে দাঁড়িয়ে গাড়ির ওঠানামা দেখলে অবাক না হয়ে পারবেন না। মনে হবে সর্বোচ্চ শৃঙ্গ। অজান্তেই বলে উঠবেন বাবারে...। আসলে জাপানের এসিমা ওহাসি ব্রিজ এমনভাবে তৈরি যা দেখে ভয় পেয়ে যেতে হয়। ব্রিজে প্রায় ২ কিলোমিটার উঁচুতে উঠে, তারপর নামার পালা। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই সেতুটাকে দেখে মনে হবে স্লিপ কিংবা রোলারকোস্টার। জাপানের লেক নাকাওমির ওপর তৈরি এই সেতু মাত্‍‌সু ও সাকাইমিনাতো শহরকে যোগাযোগ করিয়েছে। দু’টি গুরুত্বপূর্ণ শহরকে যোগাযোগ করার জেরে সেতুটিতে যানবাহনেরও বেশ চাপ থাকে। সেই ব্রিজেই ঘটলো এক কাণ্ড। ব্রিজের ওপর তৈরি হলো জ্যাম। এতেই ভারী অদ্ভুত সব ছবি উঠে এল। গাড়িগুলো এমন সারবদ্ধ হয়ে দাঁড়ানো নিচে থেকে দেখে মনে হচ্ছে, সবাই যেন ওপর থেকে ঝাঁপ দিতে চলেছে। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্রিজ এসিমা ওহাসি ব্রিজ নামে পরিচিত। প্রথমবার এই ব্রিজে গাড়িচালকরা স্বীকার করেছেন, গাড়ি চালিয়ে যেতে তারা ভয় পেয়ে যান নিচে নামার সময়। তবে কয়েকবার ওঠানামা করা চালকরা বলছেন, ব্যাপারটা দারুণ রোমাঞ্চকর। ২২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে