মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫০:০৪

আপনার দেয়া নামেও হতে পারে সেই সেতুর নামকরণ

 আপনার দেয়া নামেও হতে পারে সেই সেতুর নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক : মাটি থেকে প্রায় ৬০০ ফুট ওপরে ঝুলন্ত সেতু৷ তাও আবার কাঁচের৷ এই সেতুটি এতোটাই চমৎকার যা দেখে আপনর চোখ জুড়িয়ে যাবে। সেতুটি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী জড়ো হচ্ছেন। এই সেতুটি তৈরি হয়েছে চীনের হুনান প্রদেশে। বিশ্বের সবচেয়ে বড় ও উঁচু এই কাঁচের সেতুটির নামকরণের জন্য এবার শুরু হল প্রতিযোগিতা৷ আর এই প্রতিযোগিতায় আপনিও অংশ নিতে পারেন। বিজয়ীকে দেওয়া হবে লক্ষাধিক টাকার পুরস্কার৷ তবে চীনা ভাষাতেই এই সেতুর নাম রাখতে হবে৷ নাম পাঠানোর শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সামনে বেশ কিছু শর্ত রাখা হয়েছে৷ প্রথমত, ১০টির বেশি অক্ষর থাকা চলবে না৷ চীনা ভাষায় ‘বিশাল দরজা’-র মতো নাম গ্রাহ্য হবে না৷ কিংবা গ্রাহ্য হবে না কাঁচের সেতু-র মতো নাম৷ কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়। হুনান প্রদেশে তৈরি কাঁচের এই সেতুটির দৈর্ঘ্য ৪৩০ মিটার৷ এতে রয়েছে বিশ্বের সবচেয়ে ঢালু জিপলাইন এবং বাঞ্জি প্লাটফর্ম (৩০০ মিটার)৷ সেতুর এই প্লাটফর্মের মতো উঁচু প্লাটফর্ম বিশ্বে আর নেই৷ গত ৩ ডিসেম্বর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়৷ ২০১৬-র মে মাসের মধ্যে তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে৷ এই সেতুর নামকরণ মৌলিক হতে হবে৷ নামকরণের মধ্যে দিয়ে যেন ফুটে ওঠে এই সেতুটির অনন্যতা৷ সোশ্যাল মিডিয়া উইচ্যাট-এর মাধ্যমে এই নামকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে৷ ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে