মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫১:৪২

‘মারব দিল্লিতে, লাশ পড়বে কলকাতায়’

‘মারব দিল্লিতে, লাশ পড়বে কলকাতায়’

আন্তর্জাতিক ডেস্ক : দু’মাসের মধ্যে প্রস্তাব মানতে হবে, তানাহলে গলাকেটে দেয়াহবে। এমন করে হুমকি দেয়া হলে ভারতের লোক সভার এক সংসদ সদস্যকে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হুমকি এসএমএসে পাঠানো হল। এসএমএসে-এ লেখা রয়েছে হয়েছে, ‘মারব দিল্লিতে, লাশ পড়বে কলকাতায়। এসএমএসটি খোলার সঙ্গে সঙ্গেই তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফরওয়ার্ড করেন সুদীপ। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, লোকসভা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া হয়েছে। মেসেজে অশ্লীল কথাও রয়েছে। বিষয়টি থানা-পুলিশের পাশাপাশি সংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। আজ দিঘায় ওশিয়ানিয়া গেস্ট হাউজ়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মেসেজ আসে দলনেত্রীর ফোনে। তা দেখেই সুদীপকে ফোন করেন তিনি। পুরো ঘটনা শোনার পর তাকে দিল্লির কোনও থানায় FIR-এর নির্দেশ দেন। FIR-এর কপি কলকাতায় পাঠাতেও বলেছেন তিনি। এ ছাড়াও সংসদে পয়েন্ট অফ অর্ডার করে হুমকির কথা জানানো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে পুরো বিষয়টি জানানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপের সঙ্গে ফোনালাপের পর তিনি গোটা বিষয়টি সাংবাদিকদের জানান। আঙুল তোলেন বিজেপি-আরিএসএস-এর দিকে। তার প্রতিক্রিয়া, ‘এই ধরনের হিংসা আগে দেখিনি। যদি ওরা বিরোধীদের চুপ করাতে চায়, তাহলে জরুরি অবস্থা জারি করে দিক না। প্রতিদিন অসহিষ্ণুতা বাড়ছে দেশে।’ ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে