মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ০৭:০৯:৪৪

জয়ের পর যা বললেন জাস্টিন ট্রুডো

জয়ের পর যা বললেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ৪৩তম জাতীয় নির্বাচনে ১৫৬ আসন পেয়ে জযী হয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো।

আবারও দলের প্রতি আস্থা রাখায় দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জাস্টিন ট্রুডো।

সামাজিক যোগাযোগ সামাজিক ফেসবুকের একটি স্ট্যাটাসে ট্রুডো বলেন, “ধন্যবাদ, কানাডা। সঠিক নির্দেশনায় দেশ পরিচালনায় আমাদের দলের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য। আপনারা যাকেই ভোট দিন, আমাদের দল সবার জন্যই কাজ করবে।”

এবারের নির্বাচনে ১৫৮টি সিট পেয়েছে ট্রুডোর লিবারেল পার্টি। ২০১৫ সালের নির্বাচনে লিবারেল পার্টি জিতেছিল ১৮৪টি আসনে। কানাডার সংসদে মোট আসন ৩৩৮, সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৭০ আসন। সরকার গঠন ট্রুডো কোন দলের সঙ্গে আলোচনা করবেন তা এখনো স্পষ্ট নয়।সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে