বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ০৪:৫২:৫৫

ভারতের বাণিজ্য যুদ্ধের হুমকিকে পাত্তা দিলো না মালয়েশিয়া

ভারতের বাণিজ্য যুদ্ধের হুমকিকে পাত্তা দিলো না মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে নয়া দিল্লির পদক্ষেপের সমালোচনা করায় মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি বন্ধের সিন্ধান্ত নিয়েছে ভারতের ব্যবসায়ীরা। তবে ভারতের এই বাণিজ্য যু'দ্ধের হু'ম'কিকে উড়িয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মঙ্গলবার তিনি বলেছেন, ‘আমরা মন থেকে কথা বলেছি এবং আমরা এই কথা ফিরিয়ে নেব না ও প্রত্যাহার করব না।’ গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাহাথির বলেছিলেন, ভারত কাশ্মীরকে অবরুদ্ধ করে রেখেছে।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো ওই সময় জানিয়েছিল, এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়া থেকে ভেজিটেবল অয়েল আমদানি কমিয়ে দেবে ভারত। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, তারাও সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি বন্ধ করে দেবে।

সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চতুর্বেদি বলেন, ‘মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি বন্ধে আমরা সদস্যদের প্রতি একটি বাণিজ্য নির্দেশনা জারি করেছি।’

২০১৮ সালে মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানিতে শীর্ষ অবস্থানে ছিলো ভারত। দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন থেকে তারা মালয়েশিয়ার পরিবর্তে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল আমদানি করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে