বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ০৫:০০:৩৭

কনটেইনারে ৩৯ ম'রদেহ, আটক লরিচালক

কনটেইনারে ৩৯ ম'রদেহ, আটক লরিচালক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনের উত্তর-পূর্বের অ্যাসেক্স শহরতলীতে একটি লরি থেকে ৩৯ জনের ম'রদেহ পাওয়া গেছে। পুলিশের বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

অ্যাসেক্সের পূর্ব অংশে অবস্থিত ওয়াটারগ্ল্যাড শিল্প এলাকায় একটি অ্যাম্বুলেন্স সংস্থার পক্ষ থেকে একাধিক ম'রদেহ পাওয়ার খবর দেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী লরিচালককে আ'ট'ক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, লরিটি বুলগেরিয়া থেকে হলিহেড অ্যাঙ্গলেসির মধ্য দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল। হ'তভাগ্যদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর।

পুলিশের কর্মকর্তা অ্যান্ড্রিউ মেরিনার জানিয়েছেন, মৃ'তদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে আরো সময় প্রয়োজন। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এই দুঃখজনক ঘটনায় তিনি অত্যন্ত ম'র্মাহ'ত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিয়মিত খোঁজ-খবর রাখছি, জানছি সর্বশেষ পরিস্থিতি্। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাসেক্স পুলিশের সঙ্গে এ ব্যাপারে কাজ করবে, আসলেই কী ঘটেছে তা বের করবে। প্রা'ণ হা'রা'নো লোকজন ও তাদের স্বজনদের কথাই চিন্তা করছি।’

স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল জানিয়েছেন, তিনি এই ঘটনায় অত্যন্ত ম'র্মাহ'ত। টুইটারে তিনি বলেছেন, ‘মানবপা'চার এক ভ'য়াব'হ ব্যবসা, পুলিশ খু'নিদের নিশ্চয়ই বিচারের আওতায় আনবে।’

এর আগে ডোভারে ২০০০ সালে অভিবাসনপ্রত্যাশী ৫৮ চীনার ম'রদেহ পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় পরের বছর এক লরিচালকের কা'রাদ'ণ্ড হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে