ফেক নয়, চা বেচে স্কুল চালান যিনি
আন্তর্জাতিক ডেস্ক : মুখে যারা বাঘ-সিংহ মারেন, তিনি সে দলেও পড়েন না। কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারতেন। শুষে নিতে পারতেন প্রচারের সব আলো। দিতে পারতেন ফিরিস্তির ফর্দ। কিন্তু এ সবে তার কোনো মোহ নেই। তিনি মিডিয়ার পেছনে পেছনে ছোটেননি। মিডিয়ায় খুঁজে পেয়েছে সেই মানুষটিকে। ফেক নয়, চা বেচে স্কুল চালান তিনি।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
তিনি যা করেন, করে আসছেন আর কোনো খ্যাত বা অখ্যাত চা-ওয়ালা তা করেছেন বলে মনে হয় না। নিজের রোজগারের অর্ধেকটা প্রতিমাসে নিয়ম করে খরচ করেন গরিবগুর্বো বাচ্চাদের পড়াশোনার পেছনে।
তার টাকাতেই চলে দুঃস্থ বাচ্চাদের স্কুল। যেখানে পড়ুয়ার সংখ্যা ৭০-এর কম নয়। ডি প্রকাশ এমনই একজন ব্যতিক্রমী চা-ওয়ালা। মাত্র সাত বছর বয়সেই যাকে হাতে তুলে নিতে হয়েছিল চায়ের কেটলি।
স্টেশনে দাঁড়ানো দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কাছে চা বেচতে বেচতেই যার বড় হয়ে ওঠা। পড়াশোনায় সময় দিতে পারেননি তিনি। বছর ৫৮-এর প্রকাশ শৈশব শিক্ষার সেই শূন্যস্থান আজ পূরণ করেন গরিব বাচ্চাদের পড়ার ব্যবস্থা করে।
আমরা প্রকাশের সেই স্টোরিতে চোখ রাখি। কিছু না পারি নিজেকে উদ্ধুদ্ধ তো করতে পারি, এ মানুষটিকে দেখে।
২২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�