শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ০১:৩০:৩৬

দক্ষিণ আফ্রিকায় চালু হলো বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী ট্রেন

দক্ষিণ আফ্রিকায় চালু হলো বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রান্সনেট বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী ট্রেন চালু করেছে।বুধবার (২৪ অক্টোবর) নর্দার্ণকেপ প্রভিন্সের সালদানহা উপসাগরে তাদের ডিপো থেকে বিশ্বের দীর্ঘতম এই পণ্যবাহী ট্রেন যাত্রা শুরু করে।

ট্রান্সনেট জানায়, ৩৭৫ ওয়াগনের চার কিলোমিটার দীর্ঘ এই ট্রেন এখন পর্যন্ত সর্বোচ্চ আয়তনের পরিবহন সক্ষমতা নিয়ে চলবে। ট্রেনটি নর্দানকেপ প্রভিন্সের সিসেন মাইন এবং সালদানহা উপসাগরের মধ্যবর্তী ৮৬০ কিলোমিটারের বেশি দূরত্বে খনিজ সম্পদ পরিবহন করবে।

ট্রান্সনেট বলেছে, ট্রেনটি দেশের খনিজ সম্পদ পরিবহনের মাধ্যমে ব্যবসায়ের ব্যয় হ্রাস করবে এবং রেলপথের কারণে রাস্তার ট্রাফিক সমস্যা বহুলাংশে কমে আসবে।

ধারণা করা হচ্ছে, ট্রেনটি মালামাল পরিবহনের ফলে সরকার বছরে ৩৫৫ মিলিয়ন রেন্ডের উৎপাদন রাজস্ব আয় করতে সক্ষম হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে